Literature
  বৃষ্টির উষ্ণ এই কালে
  08-08-2018

মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী


অতীত মনে পড়ে গেলো

রিমঝিম বৃষ্টির উষ্ণ এই কালে

সেই ছোটবেলার কথা

খালবিলে বৃষ্টির জলে থৈথৈ

পুকুরে মাছের সাঁতার

স্কুলে থেকে জোমরা মাথায়

বাড়ী ফেরার স্মৃতি

বর্ষায় জলে ভরা গ্রামীণ বৈচিত্র্য।

বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা

নতুন পানিতে বশী দিয়ে মাছ ধরা

সে অনুভূতি`ত লা-জবাব

গৃহপালিত পশু চরে চড়ানোর দৃশ্য

টিনের ঘরে বৃষ্টির ফোটার শব্দ

ছনের ঘরে বর্ষার কান্নার মরমী সুর

সবি`ত মন কেড়ে নিতো।

এখন হয়ত গ্রামের কিশোরদের

অনুভূতি একেবারে ভিন্ন

গ্রাম বাংলার চিত্রও পাল্টে গেছে

পুকুর পাড়ে বস্ত্র রেখে

জুটি বেঁধে সাঁতার কাটার ঢং

এখনো মনে দারুণ দোলা দেয়

রাস্তায় অথবা বাগানে

ছাতি মাথায় প্রিয়ার জন্যে অপেক্ষা

ঘরের পিছে কুলিয়ে থেকে

চুপেচুপে করা গল্প

ছোটবেলার স্মৃতি সেতো চির-অমর

প্রিয় অতীত তুমি অম্লান।