Literature
  ‌পে‌টের ক্ষুধায় পরা‌জিত নয়
  19-10-2018

এমএবি সুজন

কর্মশ‌ক্তিহীনরা অসহায়
অর্থসম্পদহীনরা ল‌জ্জিত নয়
তারা দুঃ‌খিত মানবিক বিপর্জয়
বাহা‌রে দৈন্যদশায় দয়া দিনরা‌ত্রি
কাহা‌রে একান্ত আন্তঃপীড়া‌পি‌ড়ি‌তি
অনন্ত নরক যাতনা যন্ত্রণা পোহায়
ধনীরা ধন্য মান্যগণ্য তাঁরা মুক্তার মালা
গরী‌বের ক্ষুধা পে‌টে ধনীরটা চো‌খের জ্বালা
মনটা যখন ছাত্র তখন বেশ ভালো
মনেরা শিক্ষক শুরু হয় প‌ন্ডি‌তি পাকা‌লো
‌গোশ‌লে যায়না কা‌নের ময়লা
ওযু‌তে পায়না ন‌খের কয়লা
আর কি‌সে হয় প‌রিস্কার মন তোমার
সুজন এমএ‌বি খেয়া‌লে ব‌লে
ম‌নের ময়লা তুল‌তে হ‌লে
ময়লা ছাড়া মন তালাশ কর
একবার পাই‌লে ‌সে বন্ধুর দেখা
খুঁ‌জে পা‌বি জনম রেখা
মন প‌রিস্কার মান‌বিক প‌রিচয়
‌নোংরা মন পশু‌ত্বের বিজয়
দাগ ময়লা কয়লা বে‌হেশ‌তে অচল
দেহ ছাড়া মনটা শূ‌ন্যে অ‌বিচল।