Literature
  আলোকবর্ষ দূর থেকে
  19-11-2018

মর্মর মামুন

সাড়ে চার কোটি আলোকবর্ষ দূর থেকে

লুব্ধকের আলো এসে লাগে মম চোখে,

পড়ে মহাজাগতিক রশ্মিজাল বিচ্ছুরণ

আমার মহাসমুদ্রে জাগে মহা গর্জন।

জাগিয়া উঠিল সুনামী সুউচ্চ ঢেউ

সে ঝাপটায় পৃথিবী বিলীন বাঁচিনা কেউ,

আমার গ্রহে লাগে জ্বালা তোমার আলোকে

এ ছায়াপথ পাড়ি দিয়ে যাই পলকে পলকে।

তোমার ছায়াপথে, হে তারকা আমার আকাশের

তোমায় হেরি মায়া ভুলি আমি এই ভূ-লোকের,

তুমি লুব্ধক...

তুমি সাড়ে চার কোটি আলোকবর্ষ দুরে থাকো

তবু কেন এ আকাশের সীমায় আমায় বেঁধে রাখো!