Law & Justice
  বিশ্ব ইজতেমা ঘিরে সংঘাত শুভ নয়
  02-12-2018

মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী

দাওয়াতে তাবলিগের বিশ্ব ইজতেমা সামনে রেখে রাজধানীতে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীর অনুসারী ও তার বিরোধীপন্থীদের মধ্যে সংঘাত কোনো শুভ লক্ষণ নয়। এ সংঘাত জাতিকে চিন্তিত করে তুলছে। যে কোনো সমস্যা আলাপ-আলোচনা করে সমাধানে পৌছানো যায়। এ ক্ষেত্রে তাবলীগ জামায়াতের দুই পক্ষের শীর্ষ নেতৃবৃন্দ একসাথে বসে নিজেদের মধ্যে চলমান ভুল বুঝাবুঝি নিরসন করতে হবে।

তারা যদি সংঘাতের পথে সমাধান খুঁজে তা হবে ইসলাম ও মুসলমানদের জন্য বুমেরাং। আমাদের সকলকে মনে রাখতে হবে বিশ্ব ইজতেমা মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী কিংবা মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের একার নয়। বিশ্বের সকল মুসলমান তাবলীগের কাজের সঙ্গে জড়িত। দুই পক্ষের মাঝে এ  à¦­à¦¾à¦¬à§‡ সংঘাত চলতে থাকলে বিশ্বের বিভিন্ন দেশে তাবলীগের কাজ বন্ধ হয়ে যেতে পারে। আবার ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের জঙ্গি বলেও ধোঁয়া তুলতে পারে। উভয় পক্ষের সমস্যা সমাধান আলোচনার মাধ্যমেই খুঁজতে হবে।

দেশের সর্বত্র চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার‌্যক্রম। তাবলীগ জামায়াত নিয়ে  à¦¸à¦‚ঘাত চলমান থাকলে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহারে ক্ষেত্রে বড় ধরণের বাঁধা সৃষ্টি হতে পারে। এ সংঘাত উভয় পক্ষকে দ্রুত বন্ধ  à¦•à¦°à¦¤à§‡ হবে। তা না হলে সরকার এবং নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব হবে এসমস্ত অপতৎপরতা বন্ধে কঠিন পদক্ষেপ নেয়ার। এ সংঘাত কি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি নাকি কোনো ধরণের ষড়যন্ত্র।  à¦¤à¦¾ পরিষ্কার হওয়া দরকার। এ জন্যেই উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের কয়েকজন আলেম ও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি তদন্ত কমিটি হওয়া প্রয়োজন। যে কমিটির মাধ্যমে মূল ঘটনাটি বের হয়ে আসবে এবং সমাধানের পথও উম্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে বিষয়টি অত্যান্ত স্পর্শকাতর বিধায় কোন পক্ষ অবলম্বন করা কারো জন্যেই সমীচীন হবে না।

মাওলানা সা`দ এর অনুসারী ও তার বিরোধীরা সকাল থেকে টঙ্গীর মাঠ দখল করার জন্য প্রস্তুতি গ্রহণ করে অবস্থান করছিল।এক পর্যায়ে উভয় পক্ষ যার যার মতো করে মাঠ দখল করার চেষ্টা করে।যার কারণে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে । এতে করে কয়েকজন গুরুতর আহত এবং একজনের মৃত্যু হয়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানুষ হিসেবে নিন্দনীয়। এছাড়াও বিশ্ব ইজতেমায় সংঘর্ষ শুভ লক্ষণ নয়। তাই উভয় পক্ষকে সংঘাতের পথ পরিহার করে, সমাধানের পথে হাটার জন্য অনুরোধ করছি।

 

লেখক: আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য ও বঙ্গবন্ধু উলামা পরিষদের সাধারণ সম্পাদক।