Law & Justice
  মা, মাতৃভূমি, মাতৃভাষা একই শব্দ
  19-02-2019

মোঃ শাহীকুল আলম টিটু

আমার ছেলে থাকে যেনো দুধে ভাতে। মায়ের এই ভালবাসা কোন দিন শোধ হবে না। তাই মায়ের ভাষা জীবন দিয়ে ফিরিয়ে এনেছিল সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক। আমি কি তোমাদের ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

মায়ের ভালবাসার গভীরতা কলমে লিখে প্রকাশ করা সম্ভব না। মায়ের ভালবাসা অসীম। তারপরও দুই একটি কথা লিখা। জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুর কয়েক দিন আগে রেডিও’র এক সাক্ষাৎকারে তার মায়ের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মা হচ্ছে তার সবকিছু। মাকে কেন্দ্র করেই তার সমস্ত পৃথিবী। মা ছাড়া তার সবকিছু অন্ধকার। তাই মা মারা যাওয়ার পরপরই সে নিজেকে হারিয়ে ফেলেছে। পৃথিবীতে তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে। সাক্ষাৎকারটি ছিল খুবই হৃদয়বিদারক। সাক্ষাৎকারে একজন ছেলের মায়ের প্রতি অসীম ভালবাসা প্রকাশ পেয়েছে। সাক্ষাৎকারের অল্প কিছুদিন পরেই জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু অগনিত ভক্তকে কাদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

আর একজনের কথা বলি, ঢাকা উত্তরের জনপ্রিয় মেয়র আনিসুল হক একটি টিভি প্রোগামে তার মাতৃভক্তির কথা বলেছে। আনিসুল হক বলেছে, ‘আমার যা কিছু অর্জন হয়েছে, সবই আমার মায়ের দোয়া। আমি যখনই বিপদে পড়েছি, আমার মায়ের কাছে গিয়েছি, সমস্ত কিছু খুলে বলেছি, আমার মা দোয়া করেছে, আমার সমস্ত মুসকিল আহসান হয়ে গিয়েছে। মায়ের প্রতি অসাধারন ভালবাসা কোনদিন ভোলার নয়। তিনি সবাইকে মায়ের আদেশ মেনে চলার কথা বলেছেন। এবার বলি, ভুবন কাঁপানো মা এবং ছেলের ভালবাসার কথা। শহীদ আজাদের মা। জনপ্রিয় লেখক আনিসুল হক, শহীদ আজাদের মায়ের প্রতি ভালবাসা এবং আজাদের মায়ের ছেলের প্রতি ভালবাসা খুব সুন্দরভাবে প্রকাশ করেছে, তার মা বইতে। এখানে মা এবং ছেলের মাতৃভুমির প্রতি যে অসীম ভালবাসা সেটাও প্রকাশ পেয়েছে। শহীদ আজাদের মা মারা যাওয়ার আগে বলে গেছে, আমার কবরে আমার পরিচয়টা যেন, শহীদ আসাদের মা হিসেবে লিখে রাখা হয়। আমার বাবার পরিচয়েও না, আমার স্বামীর পরিচয়েও না। আমার ছেলের পরিচয়ে, শহীদ আসাদের মা। একজন মা তার ছেলের পরিচয় দিয়েছে, তার ছেলে একজন শহীদ মুক্তিযোদ্ধা। মাতৃভুমির প্রতি এই অকৃত্রিম ভালোবাসা কোনদিন শেষ হবে না। মা তুমি মাতৃভূমিকে যে সম্মান দিয়েছো, তা জীবন দিয়ে রক্ষা করবো। তাই তো লক্ষ, লক্ষ বাংলার দামাল ছেলে জীবন দিয়ে মাতৃভূমিকে রক্ষা করেছে।

এবার বলি মাতৃভুমির প্রতি যে ভালবাসা, এরকম কয়েকজন মহান দেশপ্রেমিকের কথা। আপনেরা জানেন, মহান দেশপ্রেমিক ক্ষুদিরাম খুব অল্প বয়সে শহীদ হয়েছিলেন। তিনি হাসতে, হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন।

তিনি তার জীবন উৎসর্গ করে, বিপ্লবের ফিনিক ফোঁটা রশ্মি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন। আপনেরা জানেন, বিপ্লবী প্রিতিলতার কথা। তিনি দেশকে ভালবেসে দেশের জন্য জীবন দিয়ে সারা ভারতবর্ষকে কাপিয়ে দিয়েছিলেন। মহা বিপ্লবী মাষ্টার দা সূর্যসেন। তিনি ব্রিটিশদের কাছ থেকে চট্টগ্রাম দূর্গ কেড়ে নিয়েছিলেন। এগুলো কথা একারণে বলছি, মা, মাতৃভূমি, মাতৃভাষা একই শব্দ। একই সমার্থক শব্দ। এই মায়ের ভাষা মাতৃভাষা অর্জনের জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক জীবন দিয়েছিল। আমারা এই দিনটি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং লালন করি। ঠিক একইভাবে সারা বিশ্বও আজ আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালন করে এবং লালন করে। তাই মহান এই ২১শে ফেব্রুয়ারি দিনটি সফল হোক এই কামনা করি।

লেখক- সভাপতি : বাংলাদেশ লোকশক্তি পার্টি