মাহে রমজানে ইতিকাফ করা à¦à¦•à¦Ÿà¦¿ গà§à¦°à§à¦¤à§à¦¬à¦ªà§‚রà§à¦£ আমল। রমজানের ফজিলত, বরকত বিশেষত লাইলাতà§à¦² কদরের ফজিলত ও বরকত পাওয়ার জনà§à¦¯ ইতিকাফের à¦à§‚মিকা অপরিসীম। হাদিসে à¦à¦¸à§‡à¦›à§‡, ‘নবী কারীম (সাঃ) রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। কিনà§à¦¤à§ à¦à¦• বছর ইতিকাফ করতে পারেননি। পরবরà§à¦¤à§€ বছর বিশ রাত (দিন) ইতিকাফ করেছেন।’ (সà§à¦¨à¦¾à¦¨à§‡ আবৠদাউদ ২৪৬৩)
ইতিকাফের পà§à¦°à¦§à¦¾à¦¨ রà§à¦•à¦¨ হলো ইতিকাফকারী সরà§à¦¬à¦¦à¦¾à¦‡ মসজিদের à¦à§‡à¦¤à¦°à§‡ অবসà§à¦¥à¦¾à¦¨ করবে। অতি পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§€à§Ÿ কাজ ছাড়া মসজিদের বাইরে বের হবে না। যদি উপযà§à¦•à§à¦¤ কারণ ছাড়া কিছৠসময়ের জনà§à¦¯à¦“ বাইরে বের হয় তবে ইতিকাফ নষà§à¦Ÿ হয়ে যাবে। আয়েশা (রাঃ)বলেন, আলà§à¦²à¦¾à¦¹à¦° রাসূল সালà§à¦²à¦¾à¦²à§à¦²à¦¾à¦¹à§ আলাইহি ওয়াসালà§à¦²à¦¾à¦® মসজিদে থাকাবসà§à¦¥à¦¾à§Ÿ আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আà¦à¦šà§œà¦¿à§Ÿà§‡ দিতাম à¦à¦¬à¦‚ তিনি যখন ই‘তিকাফে থাকতেন তখন (পà§à¦°à¦¾à¦•à§ƒà¦¤à¦¿à¦•) পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨ ছাড়া ঘরে পà§à¦°à¦¬à§‡à¦¶ করতেন না। (সহিহ বà§à¦–ারী ২০২৯) ইতিকাফ à¦à¦™à§à¦—ের কারণসমূহ:
১. সà§à¦¤à§à¦°à§€ সহবাস করা। ২. চà§à¦®à§à¦¬à¦¨ ও আলিঙà§à¦—নের কারণে বীরà§à¦¯à¦ªà¦¾à¦¤ হওয়া। ৩. ইতিকাফের সà§à¦¥à¦¾à¦¨ থেকে শরীয়ত সমà§à¦®à¦¤ বা পà§à¦°à¦¾à¦•à§ƒà¦¤à¦¿à¦• পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨ ছাড়া বের হওয়া। ৪. ধরà§à¦®à¦šà§à¦¯à§à¦¤ হওয়া।
৫.মাতাল হওয়া ৬. দীরà§à¦˜ সময় অজà§à¦žà¦¾à¦¨ ও উনà§à¦®à¦¾à¦¦ হয়ে থাকা।à§. ঋতà§à¦¸à§à¦°à¦¾à¦¬ ও পà§à¦°à¦¸à§‚তি অবসà§à¦¥à¦¾ সৃষà§à¦Ÿà¦¿ হওয়া।৮. সà§à¦¨à§à¦¨à¦¤ à¦à¦¬à¦‚ ওয়াজিব ইতিকাফের কà§à¦·à§‡à¦¤à§à¦°à§‡ সà§à¦¬à§‡à¦šà§à¦›à¦¾à§Ÿ দিনের বেলা আহার করা।
ইতিকাফ à¦à§‡à¦™à§‡ গেলে কী করবেন?
উলà§à¦²à§‡à¦–িত যেকোনো কারণে সà§à¦¨à§à¦¨à¦¤ ইতিকাফ ফাসেদ হলে যে দিনের ইতিকাফ à¦à§‡à¦™à§à¦—ে গেছে, শà§à¦§à§ ওই দিনের কাজা করতে হবে। পূরà§à¦£ ১০ দিনের কাজা ওয়াজিব হবে না। ওই দিনের কাজা আদায়ের পদà§à¦§à¦¤à¦¿ à¦à¦‡ যে, যদি à¦à¦‡ রমজান মাসে সময় থাকে, তাহলে যেকোনো দিন সূরà§à¦¯à¦¾à¦¸à§à¦¤à§‡à¦° আগে ইতিকাফের নিয়তে মসজিদে পà§à¦°à¦¬à§‡à¦¶ করবেন à¦à¦¬à¦‚ পরের দিন সূরà§à¦¯à¦¾à¦¸à§à¦¤à§‡à¦° পর বের হবেন।
যদি ঠরমজানে সময় না থাকে অথবা রমজানে কাজা করা সমà§à¦à¦¬ না হয়, তাহলে যেকোনো à¦à¦•à¦¦à¦¿à¦¨ রোজা রেখে ইতিকাফ কাজা করে নেবেন। পরের রমজানে কাজা করলেও পারবে। তবে যেহেতৠজীবনের কোনো নিশà§à¦šà§Ÿà¦¤à¦¾ নেই, তাই দà§à¦°à§à¦¤à¦‡ আদায় করা উচিত।
সà§à¦¨à§à¦¨à¦¤ ইতিকাফ ফাসেদ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে যাওয়া জরà§à¦°à¦¿ নয়; বরং বাকি দিনগà§à¦²à§‹ নফলের নিয়তে ইতিকাফ করতে হবে।
যদি অনিচà§à¦›à¦¾à¦•à§ƒà¦¤ কোনো à¦à§à¦²à§‡ সà§à¦¨à§à¦¨à¦¤ ইতিকাফ ফাসেদ হয়, তাহলে বের না হওয়াই উচিত। কেননা অসমà§à¦à¦¬ নয় যে, আলà§à¦²à¦¾à¦¹ তায়ালা খাস মেহেরবানিতে সà§à¦¨à§à¦¨à¦¤ ইতিকাফের সওয়াবই দিয়ে দেবেন। তাই ইতিকাফ ফাসেদ হওয়ার পরও উতà§à¦¤à¦® হল শেষ দিন পরà§à¦¯à¦¨à§à¦¤ ইতিকাফ করে নেওয়া। যদি না করে তাহলেও জায়েজ আছে। আবার à¦à¦Ÿà¦¾à¦“ জায়েজ আছে, ইতিকাফ ফাসেদ হওয়ায় যদি বের হয়ে গিয়ে থাকে, তালে নফলের নিয়তে বাকি দিনগà§à¦²à§‹ ইতিকাফ করে নেবে।
|